আমি) আকাশ বাতাস ভেদ করিয়া
খুঁজি তোমায় নিরঞ্জন,
কোথায় গেলে পাবো বলো
পাবো তোমার দরশন।।
নামাজেতে ডাকি তোমায়
কিংবা সন্ধ্যা পুজাতে
কোথাও তো দেখিনা তোমায়
পারিনা মন বুঝাতে,
দেশ বিদেশে ঘুরলাম কত
পাইতে তোমার আলিঙ্গন।।
মন্দির মসজিদ গির্জা কাবায়
দেখিনি তোমাকে রব,
গুহাতে আর বন জঙ্গলে
খুঁজে আমি দেখলাম সব,
দেখা দাও দেখা দাও প্রভু
তুলে মনে শিহরণ।।
No comments:
Post a Comment