চলো যাই রাজশাহী
এম ডি মিজান
রাজশাহী যাবে ভাই,
গাড়িতে যে চড়ে,
কাঁচা পাকা আম খাবে
মন যাবে ভরে।
আম আছে লিচু আছে
আছে নানা ফল,
মন ভরে আম খেতে
রাজশাহী চল।
গাছে পাকা আম খাবে
পাবে বেশ স্বাদ,
রাজশাহী চলো যাই
ধরিওনা ফাঁদ।
সেখানেতে লিচু পাবে
আছে তার নাম,
গাছ থেকে পেড়ে খাবে
নিবেনা যে দাম।
আম চাষে হলো ভাই
রাজশাহী রাজা,
রসে ভরা আম খাবে
মন হবে তাঁজা।।