Friday, June 8, 2018

তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

রাজশাহীর ফল
মোঃ সেলিম হোসেন

আম আছে লিচু আছে
আছে নানা ফল,
মন ভরে আম খেতে
রাজশাহী চল।

কত জাতি আম ফলে
ওখানের বাগে,
কাঁচা পাকা আম খেতে
চলো যাই আগে।

লিচু আছে বড়বড়
টসটসে রস,
মুখে নিলে সেই লিচু
জিভে আসে যশ।

আনারস তাও পাবে
যদি চাও খেতে,
ফল আর ফল খেয়ে
উঠ সবে মেতে।

সেরা ভূমি সেরা ফল
আছে গাছে গাছে,
কর যদি দেরী যেতে
পাবে না তো পাছে ।

No comments:

Post a Comment