কবি মেলা
মূর্খ বিধান সরকার সূর্য
শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান, করি গুণগান
বসবে তারার মেলা।
কাব্য গানে দেশের তরে
আঁকেন শত ছবি,
ছন্দ তালে দেশের হালে
শপথ করে কবি।
সাম্যবাদী চিন্তাধারা
দরদ আছে যত,
কবি হদয় সকল ডালা
ছড়ায় দেশে তত।
দেশের গানে কবির প্রাণে
মিলন সেতু বাঁধা,
শ্যামের হাতের বাঁশির সুরে
যেমন বলে রাধা।
শূন্য থেকে শুরু গ্রুপের
ছন্দ ঝরা হাসি,
কবির হাতে নিপুন গাঁথা
কাব্য ভালোবাসি।
No comments:
Post a Comment