Friday, June 8, 2018

তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

ফলের দেশ
মোঃ ওবায়দুল্লাহ

কলা আছে কুল আছে
আছে আরো ডাব,
মামাদের বাগানেতে
ঝুলে থাকে গাব।

জাম আছে কালো কালো
আরো আছে আতা,
রোদে হাসে ঝলমল
জামরুল পাতা।

পেঁপে আর আনারস
ভরা থাকে রসে,
কাঁঠালটা খেতে গেলে
হাত ভরে কষে।

আম আছে লিচু আছে
আছে নানা ফল
মন ভরে আম খেতে
রাজশাহী চল।

নানা ফলে ভরপুর
আমার এ দেশ।
মনটা যে ভরে যায়
লাগে বড় বেশ।

No comments:

Post a Comment