Thursday, May 2, 2019

 আমি) আকাশ বাতাস ভেদ করিয়া
খুঁজি তোমায় নিরঞ্জন,
কোথায় গেলে পাবো বলো
পাবো তোমার দরশন।।

নামাজেতে ডাকি তোমায়
কিংবা সন্ধ্যা পুজাতে
কোথাও তো দেখিনা তোমায়
পারিনা মন বুঝাতে,
দেশ বিদেশে ঘুরলাম কত
পাইতে তোমার আলিঙ্গন।।


মন্দির মসজিদ গির্জা কাবায়
দেখিনি তোমাকে রব,
গুহাতে আর বন জঙ্গলে
খুঁজে আমি দেখলাম সব,
দেখা দাও দেখা দাও প্রভু
তুলে মনে শিহরণ।। 

Friday, June 8, 2018

তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

চলো যাই রাজশাহী
      এম ডি মিজান
       

রাজশাহী যাবে ভাই,
গাড়িতে যে চড়ে,
কাঁচা পাকা আম খাবে
মন যাবে ভরে।

আম আছে লিচু আছে
  আছে নানা ফল,
মন ভরে আম খেতে
  রাজশাহী চল।

গাছে পাকা আম খাবে
  পাবে বেশ স্বাদ,
রাজশাহী চলো যাই
  ধরিওনা ফাঁদ।

সেখানেতে লিচু পাবে
  আছে তার নাম,
গাছ থেকে পেড়ে খাবে
  নিবেনা যে দাম।

আম চাষে হলো ভাই
  রাজশাহী রাজা,
রসে ভরা আম খাবে
  মন হবে তাঁজা।।

তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

রাজশাহীর ফল
মোঃ সেলিম হোসেন

আম আছে লিচু আছে
আছে নানা ফল,
মন ভরে আম খেতে
রাজশাহী চল।

কত জাতি আম ফলে
ওখানের বাগে,
কাঁচা পাকা আম খেতে
চলো যাই আগে।

লিচু আছে বড়বড়
টসটসে রস,
মুখে নিলে সেই লিচু
জিভে আসে যশ।

আনারস তাও পাবে
যদি চাও খেতে,
ফল আর ফল খেয়ে
উঠ সবে মেতে।

সেরা ভূমি সেরা ফল
আছে গাছে গাছে,
কর যদি দেরী যেতে
পাবে না তো পাছে ।

তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

ফলের দেশ
মোঃ ওবায়দুল্লাহ

কলা আছে কুল আছে
আছে আরো ডাব,
মামাদের বাগানেতে
ঝুলে থাকে গাব।

জাম আছে কালো কালো
আরো আছে আতা,
রোদে হাসে ঝলমল
জামরুল পাতা।

পেঁপে আর আনারস
ভরা থাকে রসে,
কাঁঠালটা খেতে গেলে
হাত ভরে কষে।

আম আছে লিচু আছে
আছে নানা ফল
মন ভরে আম খেতে
রাজশাহী চল।

নানা ফলে ভরপুর
আমার এ দেশ।
মনটা যে ভরে যায়
লাগে বড় বেশ।

Saturday, June 2, 2018

শূন্য থেকে শুরু গ্রুপের তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

         কবির মেলা
অাব্দুল মালেক মিলন

শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান করি গুণগান
বসবে তারার মেলা।:

অাসর মাঝে অামি অধম
বিদ্যাবুদ্ধি তো নাই,
সবার সাথে তাল মিলিয়ে
আমিও থাকতে চাই।

সাহিত্য অার ছন্দ সুরে
ফুটবে মনের অালো,
বিশ্ব ভুবন জাগবে এবার
ঘুচবে অাঁধার কালো।

গাইবো যে গান মানবতার
সঠিক পথটি ধরে,
বিজয় নিশান উড়বে দেশে
শান্তি অাসবে ঘরে।

এসো সবে ছন্দে তালে
সততারই গান গাই,
কবি সত্তায় প্রেমের পূজা
অহিংসার নেই যে ঠাঁই।।

শূন্য থেকে শুরু গ্রুপের তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

         কবি মেলা
মূর্খ বিধান সরকার সূর্য

শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান, করি গুণগান
বসবে তারার মেলা।

কাব্য গানে দেশের তরে
আঁকেন শত ছবি,
ছন্দ তালে দেশের হালে
শপথ করে  কবি।

সাম্যবাদী চিন্তাধারা
দরদ আছে যত,
কবি হদয় সকল ডালা
ছড়ায় দেশে তত।

দেশের গানে কবির প্রাণে
মিলন সেতু বাঁধা,
শ্যামের হাতের বাঁশির সুরে
যেমন বলে রাধা।

শূন্য থেকে শুরু গ্রুপের
ছন্দ ঝরা হাসি,
কবির হাতে নিপুন গাঁথা
কাব্য ভালোবাসি।