Friday, May 25, 2018

তামীম আহমদ সাদীর কবিতা

এলো রে রমজান
তামীম আহমদ সাদী

এলো এলো এলো রে ঐ
এলো রে রমজান,
খোদার রহম এলো রে ভাই
জাগো মুসলমান।

রহম,ক্ষমা,নাজাত নিয়ে
এলো রোজার মাস,
অামল করো বেশি করে
পাপকে করো নাশ।

দুনিয়াবি ভাবনা ছেড়ে
হও রে অাগুয়ান।
এ মাসেতেই নাজিল হলো
পবিত্র কোরঅান।

এ মাসেতে সালাত-ক্বিয়াম
করবো জেগে রাত,
প্রভুর দিদার পেতে সবাই
তুলবো দু'টি হাত।

রোজা হলো মহান প্রভুর
অশেষ মেহেরবানি,
সঠিক ভাবে রাখলে রোজা,
জান্নাত পাবো জানি।

পবিত্র এই মাসটি রে ভাই
হাজার মাসের সেরা,
এই মাসটিকে কদর করে
খোদার প্রিয় যারা।

No comments:

Post a Comment