Saturday, June 2, 2018

শূন্য থেকে শুরু গ্রুপের তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা

         কবির মেলা
অাব্দুল মালেক মিলন

শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান করি গুণগান
বসবে তারার মেলা।:

অাসর মাঝে অামি অধম
বিদ্যাবুদ্ধি তো নাই,
সবার সাথে তাল মিলিয়ে
আমিও থাকতে চাই।

সাহিত্য অার ছন্দ সুরে
ফুটবে মনের অালো,
বিশ্ব ভুবন জাগবে এবার
ঘুচবে অাঁধার কালো।

গাইবো যে গান মানবতার
সঠিক পথটি ধরে,
বিজয় নিশান উড়বে দেশে
শান্তি অাসবে ঘরে।

এসো সবে ছন্দে তালে
সততারই গান গাই,
কবি সত্তায় প্রেমের পূজা
অহিংসার নেই যে ঠাঁই।।

2 comments:

  1. শূন্য থেকে শুরু বাংলা সাহিত্য পরিষদের তাৎক্ষণিক ছন্দ অায়োজনে অামার কবির মেলা শিরোনামের কবিতাটি সেরা ঘোষণা করায়-
    শূন্য থেকে শুরু বাংলা সাহিত্য পরিষদের সকল কর্মকর্তা এডমিন,মোডারেট,কলাকৌশল সহ সকল শুভানুধ্যায়ীর প্রতি অান্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

    ReplyDelete