কিছু কিছু
নূরে আলম মামুন
কিছু কিছু চোখ কিছু কিছু মুখ
দোলা দিয়ে যায় লাগে সুখ সুখ।
কিছু কিছু হাসি বড় ভালোবাসি।
কিছু কিছু মায়া কিছু কিছু কায়া,
কিছু দেয়া-নেয়া ভেসে যায় বুক।
কিছু কিছু মানু হয়ে যায় হনু
কিছু কিছু মন খুঁজে শুধু ধন।
কিছু কিছু ক্ষণ সুখের নেশাতে
ব্যকুল যে মন।
করে শুধু ছল, দিয়ে বাহু বল,
কেড়ে নেয় সব করে কলরব।
এ জগতে হায়, করে নাই নাই,
অসুখী জীবন।
কিছু কিছু আশা কিছু ভালোবাসা,
জীবনের নেশা, বাঁঁচিবার পেশা।
কারো ভুঁড়ি ভুঁড়ি কারো কানাকড়ি
কেউ খেয়ে দুখী কেউ না খেয়েও
তবু থাকে সুখী।
No comments:
Post a Comment