Monday, May 14, 2018

সাহেব মাহমুদের কবিতা

        বড় ভালো লোক ছিল
                 সাহেব মাহমুদ
   

লাবণ্য পিপাসায় পান করেছি
   অনেক ক্ষুধার্ত সময়,
  দিবা- রাত্রির  এই সরাইখানায়।
  সময়ের ঘুর্ণিবায়ে ছোটতে হবে
  অনন্তকালের বিচ্ছেদ্য বন্ধনে,
  ঝরাপাতা হয়ে কোন এক বৃদ্ধ বিকেলে।
  রেখে কিছু সাদা- কালো দাগ
  অকথিত কিছু কথা,কিছু ব্যথা
  হিম সময়ের নৈঃশব্দে।
  ভাঙবে আশার আগল,হবে কিছু
পুষ্প বৃষ্টি,ক্ষণিকের ডালায়।
কে যেন ছুঁয়ে দিয়ে যাবে আমায় গাঢ় ঘুমে,
  মিশে যাবে মায়ের কান্নার ধ্বনি,
  প্রিয়ার দীর্ঘশ্বাস, সন্তানের হতাশায়,
  কারো বা ঘৃণায়,আপদ বিদায়।
   বিষাদ চিহ্ন মুখে রেখে
   হৃদয় দুয়ার খুলে জল ছল ছল
    আঁখি কোন,ভারী গলায় কে আর
   বলবে - "বড় ভালো লোক ছিল।"

No comments:

Post a Comment