Friday, May 18, 2018

ফেরদৌসী খানম রীনার কবিতা মনের আকাশে

             মনের অাকাশে
          ফেরদৌসী খানম রীনা
                   
মনের অাকাশে অাজও তুমি অাছ তাঁরা হয়ে,
       তোমার স্মৃতি চারণে দু'চোখে জলে ভরে।

স্মৃতির পাতায় তোমারই বসবাস,
     ফিরে তাকাবার পাই নাতো অবকাশ।

সেই মধুমাখা স্মৃতি ভুলি কি করে?
   অাজ অাছ অামার দু'চোখ জুড়ে।

বাস্তবে তো নয় কল্পনায় পাই তোমায়,
   অনুভবে অনুঃক্ষণে থাক সবসময়।

স্মৃতির অ্যালবামে খুঁজে পাই সুখ,
      যখন কল্পানায় দেখি তোমার ঐ মুখ।

ব্যাকুল মন সে তো মানে না বারণ,
     তোমাকে ভালোবাসি নয় সে তো অকারণ।

এভাবে রবে তুমি স্মৃতি হয়ে,
    অামার মনের গহীন  কোনে।

হাজার কথার মালা সারাবেলা,
     ক্ষণে ক্ষণে  মনে দেয় দোলা।

এমনিভাবে সারাটি জীবন দিয়ে এ মন,
      ভালোবেসে যাব তোমায় প্রতিটি ক্ষণ!

No comments:

Post a Comment