শূন্য দিয়ে পূর্ণ
মোহাম্মদ দিলু
মসজিদ মাদ্রাসায় দান করো
তোমার দুই হাতে ভাই,
ঐ সব কাজে দান করলে
আল্লাহ রাসুল খুশি হবেন তাই।
দুদিন পরে রোজা আসছে
সেরা ইবাদতের মাস,
আল্লাহ বলেন বান্দা তুই
ঐ রোজা মাসে মন খুলে চাস্।
তওবা করো নামায পড়ো
সঠিক ভাবে রোজা রাখো ভাই,
রোজা মাসেই সব মাফ হয়
আল্লাহ রাসুল বলেছেন তাই।
পাপ থেকে সরে দাঁড়াও
সামনে ইবাদতের মাস তাই,
চলো আমরা সবাই মিলে
মাফের আশায় মসজিদেতে যাই।
সঠিক ভাবে মাফ চাইলে
আল্লাহ কবুল করে নিবেন,
সবার সাথে হয়তো তিনি
রাসুলের উছিলায় মাফ করে দিবেন।।
No comments:
Post a Comment