স্বপ্নের স্বদেশ
মোঃ সেলিম হোসেন
যতো দেখি তারে আমি মনে বাড়ে সাধ,
দেখার তরে ছুটে যায় মন টুটে সকল বাঁধ।
এই দেশ রাজ বেশ
রূপ তার নাই শেষ,
লাল নীল সব রঙ
দেয় তার এই ঢঙ।
রানীর মতন দেশটা এমন কোথায় পাবে ভাই?
এই দেশেরে হার মানাবে তেমন দেশ আর নাই।
এখানে যে ছড়ায়ে ঐ শত শত নদী,
স্বচ্ছ তাদের জলোধারা বহে নিরবদি।
কলকল জল বয়
এক ঠাঁয় বক রয়,
মাছ তার পথ পায়
কিলবিল তীড় ধায়।
জোয়ার ভাটা আসি মাঠে ধুয়ে দিয়ে যায়,
পলি জমে মাঠেরা সব নব জীবন পায়।
সারা বছর মাঠে থাকে সবুজের মেলা,
ব্যস্ত কৃষকের তাই যে চলে অপরূপ খেলা।
ধান হয়, হয় পাট
গম ক্ষেত নেয় ঠাট,
জব শীষ দোল দেয়
আখ ক্ষেত পাক নেয়।
রবিখরিপ যতো শস্য পাবে এই দেশে,
সবুজ মাঠটা দেখবে আবার সোনালি বেশে।
সবুজ পাতার বন বনানী ঘেড়ি আছে তারে,
ফুলেফলে সেজে যে মন টানে বারেবারে।
শালবন বাঁশবন
ঝাউবন শনশন,
আমগাছ জামগাছ
ফুলবন সাজসাজ।
পাতার ফাঁকে উঁকি দিয়ে দেখো ঐ ফুলেরা,
তারার মতো আকাশ সাজায় সাথে সব ফলেরা।
বারো মাস-ই পাবে হেথা হরেক স্বাদের ফল,
কাঁচাপাকা ফলের রসে বাড়াবে যে বল।
আম জাম কতবেল
তাল কূল নারকেল,
তরমুজ কাঠকূল
ফল পাই নাই ভুল।
লিচু, কলা, আনারসে আছে কতো গুণ,
কাঁঠাল, ডালিম, লেবু খাইলে ভরে যাবে মুন।
এমন সুন্দর দেশটা তুমি কোথায় পাবে বলো?
এমন প্রিতীর মায়া কানন দেখবে একবার চলো।
লোকজন খুশমন
দেয় সুখ দিন ক্ষণ,
জাত ভেধ নাই তার
সুখ দুঃখ নাই আর।
রানীর বেশে সুখের রাজ্য বলো তো কোন দেশ?
সে আমার এই বাংলা রে ভাই সোনার বাংলাদেশ।
No comments:
Post a Comment