Sunday, May 13, 2018

কবিতা

চল না বন্ধু
নূর আলম মামুন

একটি দেয়াল আর কতো কাল
লিখবি বন্ধু বল?
প্রেম সাগরে নাইতে যাবো,
যাবি যদি চল।

ছোট্ট নায়ে চড়ে দুজন
ঘুরবো সকাল বিকাল
নীল খামেতে লিখবো চিঠি,
আজ না হলে কাল

তোরই চুলে গাঁদাফুলে
বসবে প্রেমের মেলা
শত রঙিন প্রজাপতি
খেলবে রঙের খেলা।

তোর,গোলাপ ঠোঁটে রংধনু রং
উকি দিয়ে যাবে,
উদাসী মন প্রেম জোয়ারে
স্বর্গ খুঁজে পাবে।

সকল ফুলের কোমলতা
মিশে যাবে গালে,
আকাশের মেঘ আকুল হবে
তোর সুগন্ধি চুলে।

চন্দ্রনিশি মাতাল হবে
তোকে কাছে পেলে।
সুখের ভুবন হবে জীবন
যাবে হেসে খেলে।

No comments:

Post a Comment