Wednesday, August 8, 2018
Friday, June 8, 2018
তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা
চলো যাই রাজশাহী
এম ডি মিজান
রাজশাহী যাবে ভাই,
গাড়িতে যে চড়ে,
কাঁচা পাকা আম খাবে
মন যাবে ভরে।
আম আছে লিচু আছে
আছে নানা ফল,
মন ভরে আম খেতে
রাজশাহী চল।
গাছে পাকা আম খাবে
পাবে বেশ স্বাদ,
রাজশাহী চলো যাই
ধরিওনা ফাঁদ।
সেখানেতে লিচু পাবে
আছে তার নাম,
গাছ থেকে পেড়ে খাবে
নিবেনা যে দাম।
আম চাষে হলো ভাই
রাজশাহী রাজা,
রসে ভরা আম খাবে
মন হবে তাঁজা।।
তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা
রাজশাহীর ফল
মোঃ সেলিম হোসেন
আম আছে লিচু আছে
আছে নানা ফল,
মন ভরে আম খেতে
রাজশাহী চল।
কত জাতি আম ফলে
ওখানের বাগে,
কাঁচা পাকা আম খেতে
চলো যাই আগে।
লিচু আছে বড়বড়
টসটসে রস,
মুখে নিলে সেই লিচু
জিভে আসে যশ।
আনারস তাও পাবে
যদি চাও খেতে,
ফল আর ফল খেয়ে
উঠ সবে মেতে।
সেরা ভূমি সেরা ফল
আছে গাছে গাছে,
কর যদি দেরী যেতে
পাবে না তো পাছে ।
তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা
ফলের দেশ
মোঃ ওবায়দুল্লাহ
কলা আছে কুল আছে
আছে আরো ডাব,
মামাদের বাগানেতে
ঝুলে থাকে গাব।
জাম আছে কালো কালো
আরো আছে আতা,
রোদে হাসে ঝলমল
জামরুল পাতা।
পেঁপে আর আনারস
ভরা থাকে রসে,
কাঁঠালটা খেতে গেলে
হাত ভরে কষে।
আম আছে লিচু আছে
আছে নানা ফল
মন ভরে আম খেতে
রাজশাহী চল।
নানা ফলে ভরপুর
আমার এ দেশ।
মনটা যে ভরে যায়
লাগে বড় বেশ।
Saturday, June 2, 2018
শূন্য থেকে শুরু গ্রুপের তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা
কবির মেলা
অাব্দুল মালেক মিলন
শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান করি গুণগান
বসবে তারার মেলা।:
অাসর মাঝে অামি অধম
বিদ্যাবুদ্ধি তো নাই,
সবার সাথে তাল মিলিয়ে
আমিও থাকতে চাই।
সাহিত্য অার ছন্দ সুরে
ফুটবে মনের অালো,
বিশ্ব ভুবন জাগবে এবার
ঘুচবে অাঁধার কালো।
গাইবো যে গান মানবতার
সঠিক পথটি ধরে,
বিজয় নিশান উড়বে দেশে
শান্তি অাসবে ঘরে।
এসো সবে ছন্দে তালে
সততারই গান গাই,
কবি সত্তায় প্রেমের পূজা
অহিংসার নেই যে ঠাঁই।।
শূন্য থেকে শুরু গ্রুপের তাৎক্ষণিক ছন্দ আয়োজনের সেরা কবিতা
কবি মেলা
মূর্খ বিধান সরকার সূর্য
শুরু হবে বিশাল খেলা
গুঞ্জন সারাবেলা,
উড়ছে নিশান, করি গুণগান
বসবে তারার মেলা।
কাব্য গানে দেশের তরে
আঁকেন শত ছবি,
ছন্দ তালে দেশের হালে
শপথ করে কবি।
সাম্যবাদী চিন্তাধারা
দরদ আছে যত,
কবি হদয় সকল ডালা
ছড়ায় দেশে তত।
দেশের গানে কবির প্রাণে
মিলন সেতু বাঁধা,
শ্যামের হাতের বাঁশির সুরে
যেমন বলে রাধা।
শূন্য থেকে শুরু গ্রুপের
ছন্দ ঝরা হাসি,
কবির হাতে নিপুন গাঁথা
কাব্য ভালোবাসি।
Friday, May 25, 2018
তামীম আহমদ সাদীর কবিতা
এলো রে রমজান
তামীম আহমদ সাদী
এলো এলো এলো রে ঐ
এলো রে রমজান,
খোদার রহম এলো রে ভাই
জাগো মুসলমান।
রহম,ক্ষমা,নাজাত নিয়ে
এলো রোজার মাস,
অামল করো বেশি করে
পাপকে করো নাশ।
দুনিয়াবি ভাবনা ছেড়ে
হও রে অাগুয়ান।
এ মাসেতেই নাজিল হলো
পবিত্র কোরঅান।
এ মাসেতে সালাত-ক্বিয়াম
করবো জেগে রাত,
প্রভুর দিদার পেতে সবাই
তুলবো দু'টি হাত।
রোজা হলো মহান প্রভুর
অশেষ মেহেরবানি,
সঠিক ভাবে রাখলে রোজা,
জান্নাত পাবো জানি।
পবিত্র এই মাসটি রে ভাই
হাজার মাসের সেরা,
এই মাসটিকে কদর করে
খোদার প্রিয় যারা।
Friday, May 18, 2018
ফেরদৌসী খানম রীনার কবিতা মনের আকাশে
মনের অাকাশে
ফেরদৌসী খানম রীনা
মনের অাকাশে অাজও তুমি অাছ তাঁরা হয়ে,
তোমার স্মৃতি চারণে দু'চোখে জলে ভরে।
স্মৃতির পাতায় তোমারই বসবাস,
ফিরে তাকাবার পাই নাতো অবকাশ।
সেই মধুমাখা স্মৃতি ভুলি কি করে?
অাজ অাছ অামার দু'চোখ জুড়ে।
বাস্তবে তো নয় কল্পনায় পাই তোমায়,
অনুভবে অনুঃক্ষণে থাক সবসময়।
স্মৃতির অ্যালবামে খুঁজে পাই সুখ,
যখন কল্পানায় দেখি তোমার ঐ মুখ।
ব্যাকুল মন সে তো মানে না বারণ,
তোমাকে ভালোবাসি নয় সে তো অকারণ।
এভাবে রবে তুমি স্মৃতি হয়ে,
অামার মনের গহীন কোনে।
হাজার কথার মালা সারাবেলা,
ক্ষণে ক্ষণে মনে দেয় দোলা।
এমনিভাবে সারাটি জীবন দিয়ে এ মন,
ভালোবেসে যাব তোমায় প্রতিটি ক্ষণ!
Monday, May 14, 2018
মোহাম্মদ দিলুর কবিতা
শূন্য দিয়ে পূর্ণ
মোহাম্মদ দিলু
মসজিদ মাদ্রাসায় দান করো
তোমার দুই হাতে ভাই,
ঐ সব কাজে দান করলে
আল্লাহ রাসুল খুশি হবেন তাই।
দুদিন পরে রোজা আসছে
সেরা ইবাদতের মাস,
আল্লাহ বলেন বান্দা তুই
ঐ রোজা মাসে মন খুলে চাস্।
তওবা করো নামায পড়ো
সঠিক ভাবে রোজা রাখো ভাই,
রোজা মাসেই সব মাফ হয়
আল্লাহ রাসুল বলেছেন তাই।
পাপ থেকে সরে দাঁড়াও
সামনে ইবাদতের মাস তাই,
চলো আমরা সবাই মিলে
মাফের আশায় মসজিদেতে যাই।
সঠিক ভাবে মাফ চাইলে
আল্লাহ কবুল করে নিবেন,
সবার সাথে হয়তো তিনি
রাসুলের উছিলায় মাফ করে দিবেন।।
সাহেব মাহমুদের কবিতা
বড় ভালো লোক ছিল
সাহেব মাহমুদ
লাবণ্য পিপাসায় পান করেছি
অনেক ক্ষুধার্ত সময়,
দিবা- রাত্রির এই সরাইখানায়।
সময়ের ঘুর্ণিবায়ে ছোটতে হবে
অনন্তকালের বিচ্ছেদ্য বন্ধনে,
ঝরাপাতা হয়ে কোন এক বৃদ্ধ বিকেলে।
রেখে কিছু সাদা- কালো দাগ
অকথিত কিছু কথা,কিছু ব্যথা
হিম সময়ের নৈঃশব্দে।
ভাঙবে আশার আগল,হবে কিছু
পুষ্প বৃষ্টি,ক্ষণিকের ডালায়।
কে যেন ছুঁয়ে দিয়ে যাবে আমায় গাঢ় ঘুমে,
মিশে যাবে মায়ের কান্নার ধ্বনি,
প্রিয়ার দীর্ঘশ্বাস, সন্তানের হতাশায়,
কারো বা ঘৃণায়,আপদ বিদায়।
বিষাদ চিহ্ন মুখে রেখে
হৃদয় দুয়ার খুলে জল ছল ছল
আঁখি কোন,ভারী গলায় কে আর
বলবে - "বড় ভালো লোক ছিল।"
মোঃ সেলিম হোসেনের কবিতা
স্বপ্নের স্বদেশ
মোঃ সেলিম হোসেন
যতো দেখি তারে আমি মনে বাড়ে সাধ,
দেখার তরে ছুটে যায় মন টুটে সকল বাঁধ।
এই দেশ রাজ বেশ
রূপ তার নাই শেষ,
লাল নীল সব রঙ
দেয় তার এই ঢঙ।
রানীর মতন দেশটা এমন কোথায় পাবে ভাই?
এই দেশেরে হার মানাবে তেমন দেশ আর নাই।
এখানে যে ছড়ায়ে ঐ শত শত নদী,
স্বচ্ছ তাদের জলোধারা বহে নিরবদি।
কলকল জল বয়
এক ঠাঁয় বক রয়,
মাছ তার পথ পায়
কিলবিল তীড় ধায়।
জোয়ার ভাটা আসি মাঠে ধুয়ে দিয়ে যায়,
পলি জমে মাঠেরা সব নব জীবন পায়।
সারা বছর মাঠে থাকে সবুজের মেলা,
ব্যস্ত কৃষকের তাই যে চলে অপরূপ খেলা।
ধান হয়, হয় পাট
গম ক্ষেত নেয় ঠাট,
জব শীষ দোল দেয়
আখ ক্ষেত পাক নেয়।
রবিখরিপ যতো শস্য পাবে এই দেশে,
সবুজ মাঠটা দেখবে আবার সোনালি বেশে।
সবুজ পাতার বন বনানী ঘেড়ি আছে তারে,
ফুলেফলে সেজে যে মন টানে বারেবারে।
শালবন বাঁশবন
ঝাউবন শনশন,
আমগাছ জামগাছ
ফুলবন সাজসাজ।
পাতার ফাঁকে উঁকি দিয়ে দেখো ঐ ফুলেরা,
তারার মতো আকাশ সাজায় সাথে সব ফলেরা।
বারো মাস-ই পাবে হেথা হরেক স্বাদের ফল,
কাঁচাপাকা ফলের রসে বাড়াবে যে বল।
আম জাম কতবেল
তাল কূল নারকেল,
তরমুজ কাঠকূল
ফল পাই নাই ভুল।
লিচু, কলা, আনারসে আছে কতো গুণ,
কাঁঠাল, ডালিম, লেবু খাইলে ভরে যাবে মুন।
এমন সুন্দর দেশটা তুমি কোথায় পাবে বলো?
এমন প্রিতীর মায়া কানন দেখবে একবার চলো।
লোকজন খুশমন
দেয় সুখ দিন ক্ষণ,
জাত ভেধ নাই তার
সুখ দুঃখ নাই আর।
রানীর বেশে সুখের রাজ্য বলো তো কোন দেশ?
সে আমার এই বাংলা রে ভাই সোনার বাংলাদেশ।
Sunday, May 13, 2018
অভিজিৎ রায়ের কবিতা
জীবনকাল
অভিজিৎ রায় লিংকন
সৃষ্টিতে সবি
থাকে নাকো
সুখে।
হয়তো ঘরে
বাহিরে আছে
অসুখে।
আবার হয়তো
গভীর, কষ্ট
হারিয়ে।
কিংবা শূন্যতায়,
যাচ্ছে সময়
বাড়িতে।
অাবার সুখের
জন্য পাড়ি
প্রবাসে।
হয়তো এখন
শূন্যতা, কোন
দূর্ঘটনায়।
উড়ে যাবে
কষ্ট, সময়ে
কোনক্ষণে।
চোখে ধরবে
যার চাওয়া
যেমন......
কবিতা
চল না বন্ধু
নূর আলম মামুন
একটি দেয়াল আর কতো কাল
লিখবি বন্ধু বল?
প্রেম সাগরে নাইতে যাবো,
যাবি যদি চল।
ছোট্ট নায়ে চড়ে দুজন
ঘুরবো সকাল বিকাল
নীল খামেতে লিখবো চিঠি,
আজ না হলে কাল
তোরই চুলে গাঁদাফুলে
বসবে প্রেমের মেলা
শত রঙিন প্রজাপতি
খেলবে রঙের খেলা।
তোর,গোলাপ ঠোঁটে রংধনু রং
উকি দিয়ে যাবে,
উদাসী মন প্রেম জোয়ারে
স্বর্গ খুঁজে পাবে।
সকল ফুলের কোমলতা
মিশে যাবে গালে,
আকাশের মেঘ আকুল হবে
তোর সুগন্ধি চুলে।
চন্দ্রনিশি মাতাল হবে
তোকে কাছে পেলে।
সুখের ভুবন হবে জীবন
যাবে হেসে খেলে।